চাকরির খবরবেসরকারি চাকরিসরকারি চাকরি

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ

NPCBL Job Circular 2022

আসসালামু আলাইকুম। সম্প্রতি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো।

এক নজরে NPCBL নিয়োগ বিজ্ঞপ্তি
  • সংস্থা: নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিঃ
  • মোট পদ: ২৯ টি
  • শূন্যপদের সংখ্যা: ৫৬৪ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
  • বেতন: নিচে দেখুন
  • আবেদন ফি: ৫০০/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২২
  • আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২২

Table of Contents

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শুন্যপদ কতটি?

সম্প্রতি প্রকাশিত নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড সার্কুলার অনুযায়ী ২৯টি ক্যটাগরিতে তারা ৫৬৪ জন লোক নিয়োগ দিবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এ আবেদনপত্র জমা নেবার সময়সীমা

আবেদন শুরুর তারিখঃ ২৮-৯-২০২২ ইং

আবেদন শেষের তারিখঃ২০ -১০-২০২২ ইং

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী আবেদন করার জন্য বয়স সীমা

১ নং ও ১২ নং পদের জন্য ৩৫ বছর। এবং ৫ নং পদের জন্য ৩৭ বছর। ১৩ থেকে ১৮ নং পদের জন্য ৩০ বছর। এবং অন্যান্য পদের জন্য ৩২ বছর।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য আবেদন ফি

এস এম এস এর মাধ্যমে ৫০০ টাকা (অফেরতযোগ্য) প্রদান করতে হবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ ২০২২ পদের নামঃ

 

১. ডেপুটি মেনেজার নিউক্লিয়ার সেইফটি , ১জন, বেতনঃ ৮৪,০০০/-

২. সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিকস, ২ জন, বেতনঃ৫২৮০০

৩. সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিকাল, ৭ জন, বেতনঃ৫২৮০০

৪. সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিকাল, ২ জন, বেতনঃ৫২৮০০

৫. জুনিয়র ক্রেন অপারেটর, ১০ জন,
বেতনঃ৩১২০০

৬. টেকনিশিয়ান (মেকানিকাল),৭৬ জন
বেতনঃ ২৪০০০/-

৭. টেকনিশিয়ান (ইলেকট্রিকাল), ৪১ জন
বেতনঃ ২৪০০০/-

৮. টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স), ২৪জন
বেতনঃ ২৪০০০/-

৯. ল্যব টেকনিশিয়ান (ক্যমিকাল), ২৯ জন
বেতনঃ২৪০০০/-

১০.টেকনেশিয়ান (ওয়েলডিং), ৩ জন
বেতন ঃ২৪০০০/-

১১.টেকনেশিয়ান (লেদ), ৩ জন
বেতন ঃ২৪০০০/-

১২. মিনিবাস চালক, ৪ জন
বেতনঃ ১৭,৭০৫/-

১৩. জুনিয়র টেকনেশিয়ান মেকানিকাল, ৯৯ জন, বেতনঃ ১৭,০৪৫/-

১৪. জুনিয়র ল্যব টেকনিশিয়ান (ফিজিক্স /কেমিস্ট্রি), ৯৯জন
বেতনঃ১৭০৪৫/-

১৫. জুনিয়র টেকনেশিয়ান পাম্প, ১৬ জন
বেতনঃ ১৭০৪৫

১৬. টেকনিকাল এটেন্ড্যন্ট, ২৬ জন
বেতনঃ ১৬.৫৫০/-

১৭. জুনিয়র টেকনিকাল এটেন্ডান্ট, ৫০ জন
বেতনঃ১৬২২০/-

১৮. হেলপার (মিনিবাস,বাস), ৪ জন
বেতনঃ ১৫৫৫০

কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি

 

১৯. EXECUTIVE TRAINEE MECHANICAL, 36 জন

20. EXECUTIVE TRAINEE ELECTRICAL,
8 জন

21. EXECUTIVE TRAINEE NUCLEAR ENGEENERING, 8 জন

22. EXECUTIVE TRAINEE PHYSICS, 4জন

23. EXECUTIVE TRAINEE SOFTWARE, 4
জন

24.JUNIOR EXECUTIVE TRAINEE MECHANICAL, 61 জন

25.JUNIOR EXECUTIVE TRAINEE ELECTRONICS, 11 জন

26.JUNIOR EXECUTIVE TRAINEE IT AND COMMUNICATION, 6 জন

27. JUNIOR EXECUTIVE TRAINEE AC AND COOLING, 1 জন

28. JUNIOR EXECUTIVE TRAINEE PHYSIX, 14 জন

29. JUNIOR EXECUTIVE টড়াঈণেএ CHEMISTRY, 4 জন

 

মোট শুন্যপদঃ ৫৬৪ জন

 নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাঃ

অনুগ্রহ করে সার্কুলার অংশে দেখুন।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী এ অন্যান্য সুবিধা

প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং উৎসব ভাতা প্রদান করা হবে।

 

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী :

 

১. আবেদনকৃত প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

২. পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।

৩. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার মূলকপি মৌখিক পরীক্ষায় অংশগ ্রহণ সময় জমা দিতে হবে এবং পূর্বের কাজের অভিজ্ঞতার সনদপত্র জমা দিতে হবে।

৪. আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ ইউনিয়ন পৌরসভা থেকে উত্তোলনকৃত চারিত্রিক সনদপত্র ও নাগরিকত্ব জমা দিতে হবে।

৫. প্রার্থী কোন বিশেষ কোটার অধিকারী হলে সংশ্লিষ্ট কোটার সনদপত্র প্রার্থীকে প্রদর্শন করতে হবে।

সরকারি চাকরি বিজ্ঞপ্তি ২০২২

 

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠান। এখানে চাকরি পাওয়া আপনার জন্য বয়ে আনবে সম্মান এবং মর্যাদা। বাংলাদেশের অন্য যেকোনো ধরনের প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় মর্যাদা এবং গুরুত্ব সর্বাত্মক।

তাই সম্মান, বেতনভাতা, ছুটি, কর্মপরিধি, দক্ষতা অর্জন সর্বোপরি সকল দিক বিবেচনা
করেনিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এ চাকরি হতে পারে আপনার জন্য সেরা চাকরি।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ভালোভাবে দেখুন। যদি আপনার প্রয়োজনীয় যোগ্যতা থাকে, তাহলে দেরি না করে আবেদন করে ফেলুন।

আবেদন ফর্ম ফিলাপ করার সময় অবশ্যই নিজের দেয়া প্রয়োজনীয় তথ্যগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। তথ্যগুলো অবশ্যই যথাযথ এবং নির্ভুল হওয়া বাঞ্চনীয়। আবেদন পত্র জমা দেয়ার পুর্বে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে যে, আবেদন পত্রে দেয়া নিজের তথ্যগুলো সঠিকভাবে পুরন করা হয়েছে।

 

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

 

সম্প্রতি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেকার ভাইবোনদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ। যাদের প্রয়োজনীয় যোগ্যতা আছে তারা আবেদন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত পেশায় নিজেকে নিয়োজিত করার সুযোগ নিতে পারেন।

 

বিজ্ঞপ্তি PDF ডাউনলোড

 

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড একাধিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৯ টি পদে মোট ৫৬৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

বাংলাদেশের যেকোনো ভালোমানের চাকরির মতো নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এ চাকরি তুলনামূলকভাবে এগিয়ে। তাই দেরি না করে এখনি আবেদন করে ফেলুন।

 

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী আবেদন করার পদ্ধতি

 

১। মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় উত্কৃষ্ট যােগাযােগ দক্ষতা থাকতে হবে

(২) ক্রমিক নং ১ হতে ৪নং ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোাসফট ওয়ার্ড, এক্সেল,পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং এ দক্ষতা থাকতে হবে।

(৩) ক্রমিক নং ১ এবং ১২-১৮ পদের ক্ষেত্রে যে কোনাে পাবলিক পরীক্ষায়
ন্যনতম জিপিএ/ সিজিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৪.০০ অথবা ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় ১ম বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন।

(৪) ক্রমিক নং ২ হতে ৪ এর ক্ষেত্রে যেকোনাে পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/ সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.৫০ অথবা ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় ১ম বিভাগ প্রাপ্তগণ আবেদন করতেপারবেন।

(৫) ক্রমিক নং ৫ হতে ১১ এর ক্ষেত্রে যেকোনো পাবলিক পরীক্ষায় ন্যনতম জিপিএ/ সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ অথবা ৪,০০এর মধ্যে ২.৫০ থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীন উভয় পরীক্ষায় ২য় বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন।

(৬)২০১০.২০২২ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ক্রমিক নং ১ ও ১২নং পদের ক্ষেত্রে ৩৫ বছর ও ক্রমিক নং ৫ এর ক্ষেত্রে ৩৭ বছর, ক্রমিক নং ১৩-১৮ পদের ক্ষেত্রে ৩০ বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে ৩২ বছর।

(৭) আগ্রহী প্রার্থীকে Online Application Form এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয়
তথ্য সহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
অনলাইনে আবেদন করা যাবে এই লিংকের মাধ্যমে http://npcbl.teletalk.com.bd

অনলাইনে আবেদন দাখিলের পূর্বের যে কোন তারিখে আবেদনের বিষয়ে নিয়ােগকর্তা কর্তৃক ইস্যুকৃত অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে যা মৌখিকপরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

(৩) প্রত্যেক প্রার্থীকে তার আবেদন http://npcbl.teletalk.com.bd তে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যে কোন টেলিটক মােবাইল কানেক্টশন থেকে এসএমএস এর মাধ্যমে অফেরতযােগ্য ৫০০/- টাকা পরিশােধ করতে হবে।

(৪) বিদেশী সনদধারীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমমানের সনদ প্রদর্শন করতে হবে।

(৫) যে কোন ধরণের সুপারিশ প্রা্থীর অযােগ্যতা বলে বিবেচনা করা হবে।

(৬) বিস্তারিত তথ্যের
জন্য দয়া করে ভিজিট করুন: www.rooppurnpp.gov.bd

 

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড- এ কারা আবেদন করতে পারবেন

বাংলাদেশের যেকোনো বিভাগের বাসিন্দারা আবেদন করতে পারবেন।

 

 নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি২০২২

 

 

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

 

পিডিএফ ফাইল ডাউনলোড করে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড জব সার্কুলার এর বিস্তারিত তথ্য এবং আবেদন করার প্রক্রিয়া সমূহ জানতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন :

 

নিয়োগ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন:

www.rooppurnpp.gov.bd

http://npcbl.teletalk.com.bd

এই ওয়েবসাইটে।

 

আপনি আমাদের ওয়েবসাইটে পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,  প্রবেশপত্র, পরীক্ষার ফলাফল, পিডিএফ ফাইল পেয়ে যাবেন।

এছাড়াও আমাদের ওয়েবসাইটে সকল ধরনের চাকরির নিয়োগ পরীক্ষার সার্কুলার, চাকরির পরীক্ষার সময়সুচী, চাকরির পরীক্ষার এডমিট কার্ড, ফলাফল সবার আগে নির্ভুলভাবে জানতে পারবেন।

 

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

বিভিন্ন সরকরি, বেসরকারি, এন জি ও, চুক্তিভিত্তিক /অস্থায়ী, অনলাইন জব, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আমাদের ওয়েবসাইটে দ্রুততম সময়ের মধ্যে আপনাদের জন্য প্রকাশ করে থাকি। তাই সবার আগে যেকোনো চাকরির আপডেটসহ তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

আরও পড়ুন-

বাংলাদেশ পুলিশ নিয়োগ ২০২২

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button