সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – DSS Job Circular 2022
Somaj Seba Odhidoptor Job Circular 2022
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে। সার্কুলারটি আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হলো।
Table of Contents
সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখুন
নিয়োগকর্তা | সমাজসেবা অধিদপ্তর |
চাকরির ধরন | সরকারি চাকরি |
প্রকাশের তারিখ | ২৬, ২৭ সেপ্টেম্বর ২০২২ |
প্রকাশ সূত্র | দৈনিক যুগান্তর |
পদ সংখ্যা | ০২+০৩ টি |
লোক সংখ্যা | ৩০৮+০৩ জন |
শিক্ষাগত যোগ্যতা | নিচে নোটিশ দেখুন |
আবেদন করার বয়স | ইমেজে দেখুন |
আবেদন করার মাধ্যম | অনলাইন/ডাকযোগে |
আবেদন করার শুরুর তারিখ | ০২ অক্টোবর ২০২২ |
আবেদন করার শেষ তারিখ | ২০ এবং ২৩ অক্টোবর ২০২২ |
অফিশিয়াল ওয়েবসাইট | http://dss.gov.bd/ |
আবেদন করার লিংক | নিচে দেখুন |
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১. পদের নামঃ সাইকো সোস্যাল কাউন্সিলর
বেতনঃ ৩৫,০০০/-
শুন্যপদঃ ২১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
ক.সাইকোলজ ক্লিনিক্যাল সাইকোল্জি বিষয়ে
স্নাতকোত্তর অথবা ৪ বতসর মেয়াদী স্লাতক (সম্মান)ডিগ্রী। এ ক্ষেত্রে সাইকোসোস্যাল কাউন্সেলিং/ শিশু সুরক্ষা বিষয়ক কাজে অন্যুন ৩ বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচ়িত হবে।
(খ) বাংলা ও ইংরেজি ভাষায় যােগাযােগ, উপস্থাপনা ও প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে।
(গ) MS office ও Internet browsing জ্ঞান।
২. পদের নামঃ শিশু সুরক্ষা সমাজকর্মী
বেতনঃ ২৫০০০/-
শুন্যপদঃ ২৮৭ জন
শিক্ষাগত যোগ্যতাঃ
ক.যে কোন বিষয়ে স্নাতক/ স্লাতকোত্তের ডিগ্রীধারী। তবে সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রীধারীদের অগ্রাধিকার।
(খ) শিশু অধিকার সনদ, শিশু আইন ও কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
(গ) বাংলা ও ইংরেজি ভাষায় যােগাযােগ, উপস্থাপনা ও প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে।
(ঘ) MS office ও Internet browsing জ্ঞান।

সমাজসেবা অধিদপ্তরে আবেদনের নিয়ম
(১) প্রার্থার বয়স ৩০/০৯/২০২২ তারিখে সর্বোচ্চ ৩৫ বতসর (এসএসসি সনদ অনুযায়ী)
(২) কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেআবেদন করতে হবে।
(৩) চুড়স্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোন অঞ্চলে কাজ করার জন্য প্রস্তত থাকতে হবে
(৪) পরীক্ষা সংক্রান্ত তথ্য www.dss.gov.bd এর মাধ্যমে জানানো হবে।
(৫) লিখ্বিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হব।
(৬) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যােগ্যতা এবংনাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র সনদপত্র জন্মনিবন্ধনপত্র, সদ্য তােলা তিন কপি পাসপার্ট সাইজ রঙ্গিন ছবিসহ সকল ডকুমেন্ট/ সনদপত্রর মুলকপি প্রদর্শন এবং এক সেট ফটোকপি অফিসে
ব্যবহারের জন্য দাখিল করতে হবে।
(৭) ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক পরীক্ষা সংক্রান্ত খরচ বহন করা হবে বিধায় আবেদনকারী কর্তৃক পরীক্ষার ফি বাবদ কোন অর্থ প্রদান করতে হবে না।
(৮) কোটা সংক্রান্ত বিষয়ে সরকারের সর্বশেষ পরিপত্র অনুসরণ করা হবে।
(৯) সরকারি বিধিমােতাবেক প্রযোেজ্য ক্ষেত্রে নির্ারিত হারে বেতন হতে ট্যক্স কর্তন করা
হবে।
সমাজসেবা অধিদপ্তর অনলাইন আবেদন
( অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মালী ও করণীয়ঃ
http://cspb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
(খ) অনলাইনে আবেদনপত্র জমাদানের সময়কাল ০২/১০/২০২২ (সকাল১০ টা হতে) 23/10/22(বিকেল ৫ টা পর্যন্ত )
আবেদন ফি জমাদান পদ্ধতি
আবেদন ফি বাবদ কোন অর্থ আপনাদের প্রদান করতে হবে না। কারণ, ইউনিসেফ বাংলাদেশ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল খরচ বহন করবে।
তবে ০২ টি এসএমএস (SMS) এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অন্যথায় আপনার আবেদন গ্রহণ করা হবে না। কিভাবে এসএমএস ০২ টি করবেন তা নিম্নে দেখানো হলোঃ
১ম SMS: CSPB <স্পেস> User ID টাইপ করে 16222 নম্বরে Send করতে হবে।
২য় SMS: CSPB <স্পেস> Yes <স্পেস> PIN টাইপ করে 16222 নম্বরে Send করতে হবে।
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২২
চূড়ান্তভাবে নিয়োগ লাভের জন্য সকল প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রবেশপত্র ডাউনলোড এবং সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে E-mail, SMS এবং অফিসিয়াল ওয়েবসাইট www.dss.gov.bd এর মাধ্যমে জানানো হবে।
উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে UscrID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র submit করতে পারবেন। বিশেষভাবে উল্লেখ্য
অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও
আবেদনপত্র কোন অবসথাতেই গৃহীত হবে না। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত User ID এর মাধ্যমে আবেদন করে Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এস এম এস এর মাধ্যমে ।
(বাকি অংশের জন্য অনুগ্রহ করে সার্কুলার দেখুন)