চাকরির খবরঅন্যান্যবেসরকারি চাকরিসরকারি চাকরি

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশ | অনলাইন আবেদন

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরিঃ resultnowbd.com এ আপনাদেরকে স্বাগতম। সম্প্রতি বাংলাদেশ নৌ-বাহিনী 100 টি পদের জন্য বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ প্রকাশ করেছে।  নাবিক ও এমওডিসি পদের পর এবার ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে 10 এপ্রিল 2022 তারিখ হতে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

নিয়োগবিজ্ঞপ্তিটি বিস্তারিত আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হলো।

এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী
  • বাহিনী: বাংলাদেশ নৌবাহিনী
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২
  • ব্যাচ: বি-২০২২
  • পদ: ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার
  • শূন্যপদ সংখ্যা: অনির্দিষ্ট
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  • আবেদন মাধ্যমে: অনলাইন
  • আবেদন ফি: ২০০/- টাকা
  • অনলাইনে আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২২
  • আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২২
  • হেল্পলাইন: 01707609017
  • ই-মেইল: joinnavy@unlocklive.com
  • অফিসিয়াল ওয়েবসাইট: joinnavy.navy.mil.bd

পদের নামঃ ডাইরেক্ট এন্ট্রি অফিসার- ৪র্থ (নৌবাহিনী জাহাজের জন্য)।

শিক্ষাগত যোগ্যতাঃ

এই পদটিতে আবেদনের জন্য সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম সিজিপিএ 3 সহ নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারী প্রার্থী চাওয়া হয়েছে।

ক) ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি /পাওয়ার/ মেকানিক্যাল রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

খ)ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স।

বয়স ঃ 1. 7. 2012 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত অথবা অবিবাহিত। তবে অবশ্যই বাংলাদেশী পুরুষ নাগরিক হতে হবে

শারিরিক যোগ্যতাঃ

ক) উচ্চতা 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5.4 ইঞ্চি 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ 76 থেকে 80 সেন্টিমিটার অর্থাৎ 30 থেকে 32 ইঞ্চি.।
সম্প্রসারণ 5 সেন্টিমিটার।

ওজন ঃ উচ্চতা অনুযায়ী

চোখের দৃষ্টি : 6/6

অযোগ্যতাঃ বাংলাদেশ বা অন্য কোন দেশের প্রচলিত আইন বা বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দি আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারালয় বিচারাধীন থাকলে, সশস্ত্রবাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত হলে।

প্রয়োজনীয় দলিলপত্র ঃ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

এসএসসি পরীক্ষার মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র গেজেটেড অফিসার কর্তৃক মূল বা সত্যায়িত ফটোকপি।

নৌবাহিনী নিয়োগ ২০২২

প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মার্কসিটের সত্যায়িত ফটোকপি এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশন, এডমিট কার্ড।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

পেশাগত ডিপ্লোমার মূল বা সাময়িক সনদপত্র, মূল মার্কশিট অষ্টম পর্ব মূল প্রশংসাপত্র অথবা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি।

কোনো কারণে যারা মূল সনদপত্র দিতে অপরাগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্র বানৌজা তিতুমীর যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022

 

নাগরিক সার্টিফিকেট ও চারিত্রিক সার্টিফিকেট জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থান এর উল্লেখ করতে হবে।

জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র এবং প্রার্থীর পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি অভিভাবকের সম্মতিপত্র অভিভাবকের সম্মতিপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।

ছবি ঃসদ্যতোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার ১ কপি, মাতার এক কপি রঙিন ছবি গেজেটেড অফিসার কর্তিক সত্যায়িত করতে হবে।

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে ছাড়পত্র আনতে হবে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

অনলাইনে আবেদনঃ direct antry aetificer-4th পদে আবেদনকারীদেরকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে এ্যাপলাই now এ ক্লিক করে প্রার্থীকে ওয়েবসাইটে সাইনআপ সাইনইন করে যোগ্যতা যাচাই করতে হবে।

নাবিকের শাখাভিত্তিক জব ডেস্ক্রিপশন জেনে apply now বাটনে ক্লিক করতে হবে এরপর প্রার্থীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে.।

এ পর্যায়ে প্রার্থীগণ যেকোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকার আবেদন ফি প্রদান করতে পারবেন

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ ২০২২ সার্কুলার

 

পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দেন বাটনে ক্লিক করে নাবিক 2 ফরম টি ডাউনলোড করে ।

পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

কোন প্রার্থী যদি আবেদন ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় sign in করে আবেদন ডাউনলোড করা যাবে।

ভর্তি পদ্ধতি ঃ বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লিখিত সকল সার্টিফিকেট বা কাগজপত্রসহ ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে মনোনীত প্রার্থীদের প্রাথমিক বাছাই ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিতাস গ্যাস নিয়োগ 2022 | titas gas job circular

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button