চাকরির খবরবেসরকারি চাকরিসরকারি চাকরি

প্রাইমারি এডমিট কার্ড ডাউনলোড ২০২২ – Primary admit card 2022

প্রাইমারি এডমিট কার্ড ডাউনলোড

সুপ্রিয় হবু শিক্ষকবৃন্দ, আশা করি ভালো আছেন। এবং পড়ালেখার মধ্যে আছেন। ৩য় ধাপের পরীক্ষার এডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে। ৩য় ধাপের পরীক্ষা হবে ৩-৬-২০২২ তারিখে।এজন্য প্রাইমারি শিক্ষা অধিদপ্তর তাদের পোর্টালে /ওয়েবসাইটে প্রাইমারি এডমিট কার্ড ডাউনলোড লিংক প্রকাশ করেছে।

এখান থেকে আপনি কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটা সম্পর্কে আজকে বলবো।

কিভাবে প্রাইমারি এডমিট কার্ড ডাউনলোড করবেন?

একটি পদ্ধতি আছে ইউজার আইডি এবং পাস ওয়ার্ড দিয়ে।

যেটা দিয়ে আপনারা টাকা পরিশোধ করেছেন। সে ইউজার আইডি বা পাস ওয়ার্ড দিয়ে টাকা পরিশোধ করার পর যেই পাসওয়ার্ড পেয়েছিলেন, সেই পাসওয়ার্ড দিয়ে।

টাকা পরিশোধ করার পর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এস এম এসের মাধ্যমে আপনাদের জানিয়ে দেয়া হয়েছে।

যারা পাসওয়ার্ড পাননি তারা কিভাবে প্রাইমারি এডমিট কার্ড ডাউনলোড করবেন?

কিন্ত যাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই তারা যেই এডমিটকার্ড ডাউনলোড করতে পারবেন, এইস এস স্যার রোল, বোর্ড এবং ইয়ার দিয়ে। আমি বিস্তারিত বলার চেস্টা করছি।

এইস এস সি র রোল এন্টার করার পর আপনার বোর্ড সিলেক্ট করবেন। যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী তারা মাদ্রাসা শিক্ষাবোর্ড সিলেক্ট করতে পারবেন।

নার্সিং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

একইভাবে টেকনিকাল এবং উন্মুক্তর শিক্ষার্থীরাও এখান থেকে একইভাবে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এখানে সবগুলা ক্যটেগরি দেয়া আছে।

এবং সিলেক্ট করার পর আপনি কোন ইয়ারে পাশ করেছেন সেটা দিয়ে দিবেন।। এরপর ক্যপচা কোড এন্টার করে ডাউনলোড বাটন প্রেস করলেই ডাউনলোড হয়ে যাবে।

এছাড়াও ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুব ইজিলি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

প্রাইমারি এডমিড কার্ড ডাউনলোড লিংক (Download Here)

 

প্রাইমারি এডমিট কার্ড পাওয়ার পর করনীয় আপনার করনীয়ঃ

এডমিট কার্ড ডাউনলোড করার পর, আপনি দেখে নিবেন আপনার সিট কোথায় পড়েছে।

সে অনুযায়ী অন্তত একঘন্টা আগে আপনি নিজের কেন্দ্রে পোছানোর চেস্টা করবেন।

প্রাইমারির এবারের প্রশ্ন প্যটার্ন কেমন হতে পারে?

 

বাকি যে কয়েকটা দিন আছে, এইকয়েকটা দিন খুব সুন্দর ভাবে পড়াশোনা করার চেস্টা করুন।

কারন, লাস্ট যেই ২য় ধাপের যে পড়িক্ষা হয়েছে, সেখানে বুঝা গিয়েছে প্রশ্নগুলো খুব গতানুগতিক ধারার হয়নি। অর্থাত প্রশ্নটা একটু হার্ড ছিলো।

Pran RFL job circular 2022

একটা সময় এইস এস সি পাশ মেয়েদেরকে নেয়া হতো তাই তাদের জন্য প্রশ্ন সহজ করা হতো। কিন্ত এখন যেহেতু শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হয়েছে।

চাকরির আধুনিকায়ন এবং বেতন সহ অন্যান্য সুবিধাদি বাড়িয়ে নতুন শিক্ষক রিক্রুট করা হচ্ছে, তাই প্রশ্নের ধারা চেঞ্জ করে সেখানে স্ট্যন্ডার্ড একটা মান আনয়নের চেস্টা করা হচ্ছে

মানসম্মত শিক্ষক নিয়োগ দেবার জন্য প্রশ্নগুলোও সেই লেভেলের হচ্ছে। সুতরাং এইকয়দিন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে এটা আখেরে আপনাদেরই কাজে দিবে

শুভকামনা রইলো আপনাদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button