ডিগ্রী ৩য় বর্ষ ফর্ম পূরণ 7 এপ্রিল 2022 থেকে শুরু হবে৷ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করতে চান এমন শিক্ষার্থীদের জন্য ডিগ্রি ৩য় বর্ষ হল ৩য় ধাপ৷ 2017-18 সেশনের নিয়মিত ছাত্রছাত্রী এবং 2020-এর প্রাইভেট ছাত্রছাত্রীরা ফরম পূরণ করতে পারবে৷ এছাড়া 2016-17, 2015-16 সেশনের যেসব শিক্ষার্থীরা এক বা দুটি বিষয়ে ফেল করেছে তারাও ফরম পূরণ করতে পারবে। এখানে ডিগ্রী ৩য় বর্ষের ফর্ম পূরণ এবং অনলাইনে আপনার ফর্ম পূরণ করার জন্য কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে ৷ শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং আমাদের ওয়েবসাইট resultnowbd.com ব্যবহার করতে পারবে।
Degree 3rd Year Form Fill up 2022
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি ডিগ্রী ৩য় বর্ষ ফর্ম পূরণ ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আমরা সকল ছাত্রছাত্রীদেরকে দ্রুত তাদের অনলাইনে ফর্ম পূরণ করার জন্য পরামর্শ দিচ্ছি।
2017-2018 সেশনের ৩য় বর্ষের শিক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু হবে। সকল ছাত্রছাত্রীদের ফর্ম পূরণ করার পরে এক মাসের মধ্যে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।
ডিগ্রী ফর্ম পূরণ এবং রুটিন সম্পর্কে সকল তথ্য NU এর অফিসিয়াল সাইট এবং আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে।
ডিগ্রি ফর্ম পূরণের অফিসিয়াল সাইট হল: nubd.info/degree-pass
Degree 3rd year form Fill Up Date 2022
Table of Contents
Download Degree 3rd year form Fill Up Notice 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষের ফর্ম পূরণ 7 ই এপ্রিল 2022 থেকে শুরু হবে এবং 17 মে 2022 পর্যন্ত চলবে। ডিগ্রী ৩য় বর্ষ ফর্ম পূরণের তারিখ নীচে দেওয়া হল:
অনলাইনে আবেদন শুরু: 07-04-2022
আবেদন শেষ: 17-05-2022
ছাত্রছাত্রী কর্তৃক প্রিন্ট করা ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ: 19-05-2022
কলেজ দ্বারা ডেটা নিশ্চিতকরণের তারিখ: 22/05/2022 – 26/05/2022
কলেজের টাকা জমা দেওয়ার তারিখ (সোনালী সেবা): 29/05/2022 – 31/05/2022
পে স্লিপ এবং অন্যান্য ফর্ম জমা দেওয়ার তারিখ: 05/06/2022
ডিগ্রী ৩য় বর্ষ ফর্ম পূরণ 2022 ফি:
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের ফি খুব বেশি নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফরম পূরণের ফি যা যেকোনো শিক্ষার্থী তা পরিশোধ করতে পারে। আগে এই টাকা কলেজে জমা দিতে হতো। এখন আর কলেজে টাকা জমা দিতে হয় না।
ডিগ্রী ৩য় বর্ষের প্রতিটি বিভাগের প্রত্যেক শিক্ষার্থীকে অনলাইনে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়।
সাবজেক্ট ফি ৩য় বর্ষ (৭০০ নম্বরের পরীক্ষা) ফি ১৫০০/-
সার্টিফিকেট কোর্স ৬০০/-
কেন্দ্র ফি ৪৫০/-
ইমপ্রুভমেন্ট ৩০০/-
প্রতি বছর ভর্তির সময় ইন-কোর্স (নিয়মিত, প্রাইভেট এবং সার্টিফিকেট কোর্স) ফি 200TK জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে ইন-কোর্স পরীক্ষা সম্পন্ন করবে।
শিক্ষার্থীরা resultnowbd.com থেকে তাদের ডিগ্রী ৩য় বর্ষের ফরম পূরণ বিজ্ঞপ্তি pdf আকারে এ download করতে পারবে। pdf file download করার জন্য নিচের link এ click করুন এবং আপনার তথ্য download করুন।
Form fill up pdf link given below after image.

ডিগ্রী তৃতীয় বর্ষের অনলাইনে ফরম পূরণ করার নিয়ম:
ডিগ্রী 3য় বর্ষের ফর্ম 2022 পূরণ করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। নিচের প্রক্রিয়া অনুযায়ী অনলাইনে ফরম পূরণ করতে হবে।
প্রথমে Nu-এর অফিসিয়াল ওয়েবসাইটের link e click করুন।
আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খালি ঘরটি পূরণ করুন।
এখন আপনার কোর্সের বিষয়গুলো দেখতে পাবেন।
আপনার ফোন নম্বর দিন এবং তারপর submit এ click করুন।
document টি print করুন।
নিচে কিভাবে কলেজে ফর্ম জমা দিতে হবে তার বিবরণ দেয়া হয়েছে।
ডেটা এন্ট্রি প্রক্রিয়া সম্পূর্ণ হলে, একটি পূরণকৃত আবেদন ফর্ম অনলাইন থেকে প্রিন্ট করতে হবে। পূরণকৃত ফর্মে পরীক্ষার বিষয় কোড এবং ফি থাকবে।
প্রত্যেক শিক্ষার্থীর সাম্প্রতিক সময় তোলা পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করা হবে।
ফিসহ প্রিন্ট করা আবেদনপত্রে দুটি অংশ রয়েছে। ফর্মের উভয় অংশে অধ্যক্ষ স্বাক্ষর করার পর, উপরের অংশ পরীক্ষার্থীদের কাছে থাকবে এবং অন্যটি কলেজ সংরক্ষণ করবে।