চাকরির খবরঅন্যান্যবেসরকারি চাকরিসরকারি চাকরি

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 | Pwd Job Circular Apply Online

সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে। 449 টি পদসংখ্যার বিপরীতে এসএসসি এইচএসসি এবং স্নাতক পাস ধারী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছেন।

সাতটি ভিন্ন ভিন্ন পদের বিপরীতে এ সমস্ত নিয়োগ দেওয়া হবে।

এক্ষেত্রে 18 থেকে 30 বছরের বাংলাদেশী নাগরিকগন আবেদন করতে পারবেন।

17 এপ্রিল 2022 থেকে 31 মে 2022 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022

 

১. পদের নামঃস্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা ঃ24 জন

বেতনঃ 10200/- -24680 /-

শিক্ষাগত যোগ্যতাঃ এ পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের কাছ থেকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনুন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সেইসাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও চাওয়া হয়েছে। বাংলা এবং ইংরেজি সাঁটলিপি গতি প্রতি মিনিটে 45 ও 70 টি শব্দ। এবং কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 32 হতে হবে।

২.পদের নামঃ জরিপকারী

পদ সংখ্যা 14 জন
বেতনঃ 10200-24680 টাকা

শিক্ষাগত যোগ্যতা :
এই পদটিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবেম

৩.পদের নাম ঃনকশাকার
পদসংখ্যা ঃ106 জন
বেতনঃ 9,700 – 23490 টাকা

শিক্ষাগত যোগ্যতা ঃ
সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্রসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অভিজ্ঞদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ।

তিতাস গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি 2022

৪.পদের নাম ঃকার্যসহকারী

পদ সংখ্যাঃ 23 জন

বেতনঃ 9300 – 22490 টাকা

শিক্ষাগত যোগ্যতা ঃ

এই পদটিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড হতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৫.পদের নামঃ অফিস সহকারি

পদসংখ্যা ঃ180 জন

বেতনঃ 9300 – 22490 টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ

ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা চাওয়া হয়েছে। কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20 শব্দ।

৬. পদের নামঃ হিসাব সহকারি

পদসংখ্যা ঃ 101 জন

বেতনঃ 9300 থেকে 22490 টাকা

শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড হতে বাণিজ্যসহ এইচএসসি পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ

Bangladesh Parliament Job Circular 2022

৭.পদের নামঃ ট্রেসার

পদসংখ্যাঃ একজন

বেতনঃ9300 থেকে 22490

শিক্ষাগত যোগ্যতাঃ
ড্রয়িং বিষয়সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

 

গণপূর্ত অধিদপ্তর আবেদনের নিয়মাবলীঃ

17- 4 -2022 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে ক্রমিক নম্বর 1 হতে পাঁচ পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য.।

এক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরে কেবলমাত্র সেটআপ ভুক্ত পদে কর্মরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন কারীগন তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট হতে নাম, পদবী, কর্মস্থল এবং কোন তারিখ হতে কর্মরত আছেন সেই বিষয়ে সনদ গ্রহণ পূর্বক আবেদনের সাথে আপলোড করবেন

একজন প্রার্থী উপরোল্লেখিত পদ সমূহের যে কোন একটির জন্য আবেদন করতে পারবেন।

মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

 DGHS Job Circular 2022

 

পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ http://recruitment.pwd.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 17 এপ্রিল 2022 সকাল দশটা এবং আবেদনপত্র অনলাইনে জমাদানের শেষ তারিখ সময় 31 মে 2020 বিকাল 5 টা পর্যন্ত।

আবেদন ফি জমাদান পদ্ধতি

Online-এ আবেদন ফরম (Application Form) যথাযথ নির্দেশনা মোতাবেক পূরণ করে Submit করার পর আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি হল ১০৪/- টাকা।

সফলভাবে আবেদন সম্পন্ন করলে Payment Gateway এর মাধ্যে অনলাইনে ফি জমা দিতে হবে। এটি কিভাবে করবেন সে সংক্রান্ত নির্দেশনা আবেদন করার সময় recruitment.pwd.gov.bd ওয়েবসাইটে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button