রুটিন ও রেজাল্ট

এসএসসি ২০২২ মানবন্টন, কত নাম্বারে কোন গ্রেড?

এসএসসি ২০২২ মানবন্টন, কত নাম্বারে কোন গ্রেড?

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরম করুনাময় তোমাদের ভালো রেখেছে। তোমরা সবাই জানো এস এস সি পরিক্ষা ২০২২ দরজায় কড়া নাড়ছে। তোমরা যারা পরীক্ষা দিবে তারা হয়তো নিজেদের শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছো।

এসএসসি 2022 নতুন মানবন্টন প্রকাশ, দেখে নিন বিস্তারিত

 

কোভিড ১৯ এর কারনে যেহেতু আমাদের এস এস সি ২০২২ পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ঠিক সে অনুযায়ী মানবন্টনও কিন্ত আগের মতো নেই। প্রতিটি বিষয়েই নতুনভাবে মানবন্টন নির্ধারণ করা হয়েছে শিক্ষা মন্ত্রনালয় থেকে।

তাই তোমাদের মধ্যে একটা উদ্বিগ্নতা তৈরি হয়েছে। কারন, তোমরা এখনো ঠিকভাবে বলতে পারছোনা যে, এস এস সি পরীক্ষা ২০২২ এ কত নম্বর পেলে কোন গ্রেড আসবে। আগের এস এস সি পরিক্ষার ক্ষেত্রে খুবই সহজে আমরা বলে দিতে পারতাম যে, ৮০ পেলে এ প্লাস, ৭০ পেলে এ গ্রেড, এবং এভাবে ক্রমানুসারে কমতে থাকবে।

এবছর করোনার সংক্রমনের কারনে ৪টি বিষয়ে পরীক্ষা অনুষ্টিত হবেনা।

ধর্ম ও নৈতিকতা শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেয়া হবেনা। এসব বিষয়ের নম্বর দেয়া হবে সাবজেক্ট ম্যপিং এর মাধ্যমে। এবং বাকি বিষয়গুলোতেও নম্বর এবং সময় দুটোই কমিয়ে দেয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার প্রশ্ন পত্রের সময় ও নম্বর বিভাজন (মানবন্টন) নির্দেশিকা ২০২২ (ALL Board)

 

আগেই বলা হয়েছে এবারের মানবন্টন যেহেতু অন্যান্য বছরের ন্যায় হচ্ছেনা, তাই নতুন মানবন্টন কোন গ্রেডের জন্য কত নম্বর পেতে হবে সেটা নিয়ে অনেকের মাঝেই ধোঁয়াশা জমতে শুরু করেছে।

আর তাছাড়া এস এস সি ২০২২ পরীক্ষার যেহেতু আর অল্পকদিন বাকি আছে, তাই সকল শিক্ষার্থীদের অবশ্যই স্বচ্ছ একটা ধারনা নিয়েই পরীক্ষা হলে যাওয়া উচিত।

গত ১ মার্চ ঢাকা শিক্ষাবোর্ড এস এস সি ২০২২ পরীক্ষার জন্য মানবন্টন, সময় বিভাজন নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এসএসসি ২০২২ মানবন্টন

তোমরা ইতোমধ্যে জেনে থাকবে এস এস সি ২০২২ সালের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত নম্বর অনুযায়ী হবে। অর্থাৎ পরীক্ষা নেয়া হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে।

বোর্ডের নম্বর বন্টন নির্দেশিকায় MCQ/নৈর্ব্যত্তিক ও CQ/রচনামূলক পরীক্ষার প্রতিটি বিষয়ে সময়, পূর্ণমান ও নম্বর বিভাজন নিয়ে সুষ্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

এস এস সি ২০২২ পরীক্ষায় ব্যবহারিক আছে এমন বিষয়ে এক্সাম নেয়া হবে ৪৫ নম্বরের উপর। এবং যে সকল বিষয়ে ব্যবহারিক নেই সেসকল বিষয়ে পরীক্ষা হবে ৫৫ নম্বরে।

এস এস সি ২০২২ পরীক্ষার জন্য গনিতের শেষ মুহুর্তের প্রস্তুতি কিভাবে নিবে?  (Click Here)

 

এসএসসি ২০২২ মানবন্টন নিয়ে স্বচ্ছ একটি ধারনা থাকলে তোমরা নিজেদের অবস্থান খুব সহজেই যাচাই করতে পারবে। ন্যুনতম কত ন্মবর দরকার এ প্লাসের জন্য, এবং তোমাদের নিজেদের কত নম্বরের প্রস্তুতি আছে সেটার সাথে একটা রিলেশন করতে পারবে। এবং আসন্ন এস এস সি ২০২২ এর জন্য নিজেদের মধ্যে ঘাটতি থাকলে সেটার ওপর আরো বেশি জোর দিতে পারবে।

এসএসসি ২০২২ সালের পরীক্ষায় নৈবিত্তিক বা MCQ নম্বরের জন্য বরাদ্দ থাকবে ২০ মিনিট। এবং CQ বা সৃজনশীল অংশের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ ঘন্টা ৪০ মিনিট সময়।

অর্থাৎ পুরো পরীক্ষা অনুষ্টিত হবে ২ ঘন্টা সময়ের মধ্যে। লিখিত এবং এম সি কিউ পরীক্ষার মধ্যে কোনো গ্যপ থাকবেনা।

# ssc 2022 routine  (Download Routine PDF file)

 

যেসকল বিষয়ে এম সি কিউ নেই সেসকল বিষয়ে প্রশ্ন থাকবে ৩০ টি। উত্তর দতে হবে যেকোনো ১৫ টির। এছাড়াও লিখিত পরীক্ষার ক্ষেত্রে ১১ টি প্রশ্ন থেকে যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে।

এসএসসি ২০২২ মানবন্টন এস এস সি ২০২২ মানবন্টন2 min

আমাদের আজকের লেখাটি মুলত আমরা সাজিয়েছি এস এস সি ২০২২, এর জন্য নতুন মানবন্টন অনুযায়ী কত নাম্বারে কোন গ্রেড পাওয়া যাবে সেটার উপর। যাতে তোমরা স্বচ্ছ একটা ধারনা নিয়ে পরীক্ষা হলে যেতে পারো।

# এসএসসি ২০২২ পরীক্ষার মানবন্টনঃ

 

ইতোমধ্যে তোমরা জেনে ফেলার কথা আগামী ১৯ জুন , তোমাদের এস এস সি ২০২২ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

SSC Routine 2022 PDF (All board) Download Here

 

# এসএসসি ২০২২ এর ৪৫ নম্বরের পরীক্ষার মানবন্টন অনুযায়ী গ্রেডঃ

 

শিক্ষা মন্ত্রনালয়ের দেয়া তথ্য অনুযায়ী এবারের এসএসসি ২০২২ পরীক্ষায় ৪৫ নম্বরের উপর পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এবং উচ্চতর গনিত এসব বিষয়গুলো। এরমধ্যে,

★ ৪৫ নম্বরের মধ্যে ৩৬ পেলে “এ প্লাস” গ্রেড

★৪৫ নম্বরের মধ্যে ৩১.৫ পেলে “এ” গ্রেড।

★৪৫ নম্বরের ভিতরে ২৭ পেলে ” এ মাইনাস” গ্রেড।

★৪৫ নম্বরের মধ্যে ২২.৫ পেলে “বি” গ্রেড।

★৪৫ নম্বরের মধ্যে ১৮ পেলে “সি ” গ্রেড।

★ ৪৫ নম্বরের মধ্যে ১৫ পেলে “ডি গ্রেড”।

 

# এসএসসি ২০২২ এর ৫০ নম্বরের পরীক্ষাগুলোর গ্রেড নির্নয়ের মানবন্টনঃ

 

এবারের এস এস সি ২০২২ পরীক্ষায় ৫০ নম্বরের পরীক্ষা হতে চলেছে কেবল ইংরেজি ১ম এবং ২য় পত্রে। এক্ষেত্রে,

★ ৫০ নম্বরের মধ্যে ৪০ পেলে ” এ প্লাস” ধরা হবে।

★ ৫০ নম্বরের মধ্যে ৩৫ পেলে ” এ ” ধরা হবে।

★ ৫০ নম্বরের ক্ষেত্রে ৩০ পেলে ” এ মাইনাস” ধরা হবে।

★ ৫০ নম্বরের ক্ষেত্রে ২৫ পেলে ” বি” ধরা হবে।

★ ৫০ নম্বরের ক্ষেত্রে ২০ পেলে সি ধরা হবে।

★ ৫০ নম্বরের ক্ষেত্রে ১৭ পেলে “ডি ” ধরা হবে।

Download HSC ROUTINE 2022

# এস এস সি ২০২২ এর ৫৫ নাম্বারের পরীক্ষাগুলোর গ্রেড নির্নয়ের পদ্ধতিঃ

এবারের এস এস সি ২০২২ সালের পরীক্ষায় ৫৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কেবল বাংলা ১ম পত্র, গনিত, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যংকিং, অর্থনীতি, ইতিহাস, ভূগোল এবং পৌরনীতি বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিষয়গুলোর জন্য নির্ধারিত ৫৫ নম্বরের পরীক্ষার মানবন্টনের জন্য কত পেলে কোন গ্রেড পাওয়া যাবে তা নিচে উল্লেখ করা হলোঃ

★ ৫৫ নাম্বারের মধ্যে ৪৪ পেলে “এ প্লাস” গ্রেড ধরা হবে।

★ ৫৫ নম্বরের মধ্যে ৩৮.৫ পেলে ” এ” গ্রেড ধরা হবে।

★ ৫৫ নম্বরের মধ্যে ৩৩ পেলে ” এ মাইনাস” গ্রেড ধরা হবে।

★ ৫৫ নম্বরের মধ্যে ২৭.৫ পেলে ” বি “গ্রেড ধরা হবে।

★ ৫৫ নম্বরের মধ্যে ২২ পেলে ” সি” গ্রেড ধরা হবে।

★৫৫ নম্বরের মধ্যে ১৯ পেলে “ডি” গ্রেড ধরা হবে।

তোমাদেরকে SSC 2022 মানবন্টন এবং গ্রেডিং পদ্ধতি নিয়ে একটি স্বচ্ছ ধারনা দেবার চেস্টা করেছি।

আশা করি তোমরা উপকৃত হবে। সবার জন্য শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button